এই তো জীবন
বলরাম বিশ্বাস
প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে গেছে
আলাদিনের আশ্চর্য দৈত্যের আবির্ভাব হলনা।
পেটের ভিতর গাড়িগুলো হর্ণ দিতে দিতে চলেছে....
আবার বন্ধুত্ব হল নেই কথার সাথে।
চলতে লাগল ঘুড়ি ওড়ানো বিকেলগুলো।
কাছেই একটা অকারণ বাড়ি লোকজনহীন।
ধুধু প্রান্তরের মতো খাঁটি মনে কেউ ভালোবাসার সলতে জ্বালল না। তবুও বেঁচে থাকতে হয়।।
জন্ম হচ্ছে। মৃত্যু হচ্ছে।।
পদচিহ্ন ফেলতে গিয়েছে স্বপ্নেরা।
খানখান হয়েছে তাসের ঘর।
এই তো জীবন
যেখানে জন্ম হয়ে মৃত্যু অপেক্ষা করছে.......

Comments
Post a Comment