আমি কে???
ঈশিতা মুখার্জী
আমি কে??
উত্তর হবে আমি একজন মানুষ,
আবার আরো একটা উত্তর হবে আমি নারী/মেয়ে।
কিন্তু আমি নিজেকে অন্য কিছু ভাবি,
সেটা হলো অমানুষ....
আমি মানুষ হয়ে জন্মেছি বটে,
তৈরি হয়েছি এক নরকের কিটের সম।
আমি দয়া,মায়া, মমতাহীন, যেন এক পাষন্ডের ন্যায়।
আমি করেছি সবার সাথে চরমতম অন্যায়,
সবার কাছে আমি ক্ষমপ্রার্থী,
কিন্তু আমাকে বোধ হয় ক্ষমা করাও মানায় না।
আমি বোধ হয় মনুষ্যত্বহীন...
আমি বোধ হয় বিবেকহীন....
আমি মানুষটাই খুব খারাপ,
আমার মত বন্ধু,সন্তান, প্রেমিকা,
যেনো কারোর না জোটে.....
যাদের কাছে ছিলাম তারা যেনো সব পালিয়ে ছোটে......
সবার কাছে আমি এক বোঝা,
তাই নিজেকে করেছি সবার থেকে একা।
==========================
Ishita Mukherjee
konnagar hooghly

Comments
Post a Comment