সায়ন মোহন্ত // কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, June 17, 2020

সায়ন মোহন্ত // কবিতা






প্রত্যাবর্তন



ফিরেছি,ফিরতে তো হতোই
নিভৃত বাসের জীবন,একাকীত্বের জীবন
সমস্ত কোলাহল থেকে দূরে
মেঠো বাঁশির সুরে নিজের মুখোমুখি
হাওয়ার সাথে,ঢেউয়ের সাথে,ঘাসের সাথে লুটোপুটি
বিস্মৃতির অতল তলে ডুবে
ভোরে উঠে সূর্য দেখেছি রোজ
সূর্য এতো সুন্দর !
দেখেছি যা দেখা হয়নি;পেয়েছি নতুন বন্দর
মউরির গন্ধ,শাপলার হাসি,জোনাকির নাচ।
বন্দরের নিভৃত বাস থেকে ফিরেছি, 
ফিরলাম নতুন পথের সন্ধানে
জানি,আলোর সন্ধানে হাঁটতে হবে আরও দূর প্রান্তরে
আবার উঠতে হবে নতুন কোন বন্দরে ।

==============
সায়ন মোহন্ত
চাষা পাড়া
 কৃষ্ণনগর,নদিয়া-৭৪১১০১
চলভাষ- ৯৫৬৩৮১৯৪০১