নারীত্ব
আজিকের বালিকা শিশু তুমি হে নারী,
তুমিই কারো ভগ্নি ,কারো কন্যা কারো বা জন্মদাত্রী।
তোমারই হৃদে অপার স্থেনের ভান্ডার সঞ্চিত ,
তোমার মমতা থেকে হয় না কেহ বঞ্চিত।।
তোমার চরিত্রে কখনো যেন না পড়ে কলঙ্কস্থান তোমার পবিত্র মানবের হৃদয় পালঙ্ক ।
যতই অশুভ শক্তি আসুক ধেয়েঐশরিক শক্তিতে প্রতিহত করিবে তুমি উচ্চ শক্তিতে সবার চেয়ে।এ আমার দৃয় বিশ্বাস -কখনো করোনি তুমি ভঙ্গ অঙ্গিকার।কোনদিন না যেন হয় তোমার হরন সতীত্ববেঁচে থাক নারী, নিয়ে তোমার নারীত্ব ।
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।
