কবিতা : সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, March 16, 2020

কবিতা : সাইফুল ইসলাম




নারী



তুমি দূর্গা তুমি কালী
লক্ষ্মী সরস্বতী
তুমি মাতা তুমি কন্যা
তুমি গুণবতী। 
তুমি ভাঙো তুমি গড়ো
তুমি প্রেমময়ী
তোমার মাঝে জগৎ সৃষ্টি
তুমি কালজয়ী। 
কভু তুমি বীরাঙ্গনা
প্রকাশ্য সমরে
দেশের নায়ক ধারণ কর
তোমারি জঠরে। 
তোমার গুণে বিরাজ করে
সুখ শান্তি সংসারে
সংসার ভেঙে টুকরো করো
বিনাশী কয় যারে। 
নানা রূপে নানা গুণে
নানা দোষে ভরা
জন্মদাত্রী বলেই তুমি
লোকারণ্য ধরা।
-------------------------------------------      
সাইফুল ইসলাম
গ্রাম-বর্দ্ধন পাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা-বীরভূম
পিন-৭৩১২২১
ফোন-৯৬৪১৭৭০০১৯