মুক্তগদ্যঃ সুদীপ্ত মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, September 19, 2019

মুক্তগদ্যঃ সুদীপ্ত মন্ডল

প্রিয় বান্ধুবীকে

ডাক পিয়ন এলেই ছুটে যেতাম তোর চিঠি আসবে বলে।
আমি দেখতাম তোর আঙুলের ছাপ পাতা জুড়ে।
 নীল কালি অক্ষরে তোর সুখ দুক্ষঃর বর্ণমালা পড়ে নিতাম। অনেক দূর থেকে সে সব চিঠি তুই লিখতিস
আমার হৃদয়ের কাছে বসে।একেকটা শব্দে নদীর ঢেউ
হয়ে ছুঁয়ে  যেতিস কেমন করে।আমিও সাজাতাম তোকে
শব্দের অলংকার দিয়ে  মনে মনে।
বলবো বলবো বলে কিছুই বলা  হয়ে ওঠেনি জীবনে।কিছু কথা জীবনে অপ্রকাশিত থেকেই যায়।
থাক এখন সে সব কথা। এখন আর কেউই চিঠি লেখেনা।কথা হয়ে যায় ফোনে ফোনে ফেসবুকে হোয়াটসআপে।তবু জানিস আজকাল তোকে খুব চিঠি লিখতে ইচ্ছে করে।কি জানি,আমিও কি ভালোবেসেছি কখনো  তোকে মনের অজান্তেই। থাক সে সব কথা তুই যেন বৃষ্টি শেষের আলো।সেই আলোটুকুই দিস। এই বয়সে আর কি চাওয়া পাওয়া থাকতে পারে।একটু কুশল বিনিময় নিজেদের। একটু ভালো থাকা আর ভালো রাখা।ব্যাস এটুকুই।
ইতি 
তোর প্রিয় বন্ধু
===================
সুদীপ্ত মন্ডল
8981681965