স্বপনকুমার বিজলীর ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

স্বপনকুমার বিজলীর ছড়া

বাবা 



বাব মানে ঝড়ের দিনে ঠিক টেনে নেয় বুকে
বাবা মানে বাড়ির সবাই আমরা থাকি সুখে ।
বাবাই শুধু স্রোতের দিকে ঠিকই দেবে ঠেলে
বাবার ছোঁয়ায় ঘর উঠোনে খুশির বাতাস মেলে।
বাবার কথায় ভয় থাকেনা পাহাড় কিংবা জলে
ভাঙা সাঁকো পার হওয়া যায় তারই সাহস বলে।
বাবা হোল বটের ছায়া দুঃখ ও সুখ জানাাই
আঁধার রাতে মনের ঘরে খান সাহেবের সানাই ।
=================================

. ------------------স্বপনকুমার বিজলী মগরাহাট M. 8298020646.

No comments:

Post a Comment