জিত কুমার মল্লিকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, November 18, 2018

জিত কুমার মল্লিকের কবিতা


আঁচড়...




চোখে চোখ রেখে তাকিয়ে ছিলাম অনেকক্ষন...
ইশারায় গভীরতা ছিল কিন্তু ভালোবাসা ছিল না।

তোমার চুলের সুবাসে আমি নিজেকে হারিয়ে ফেলার চেষ্টা করলাম...
কিন্তু ভালোবাসা পেলাম না।

হাতে হাত রেখে প্রতিশ্রুতির মালা গাঁথলাম ঠিক ই...
কিন্তু ভালোবাসা ছিল না।

তোমার ঠোঁটে আবার ও আমার ঠোঁট...
চুম্বন এ গভীরতা ছিল,কিন্তু ভালোবাসা ছিলনা।

তোমাকে জড়িয়ে ধরে শরীরের জ্বালা মেটালাম...
কিন্তু ভালোবাসা আলিঙ্গন করল না।

তোমাকে বিবস্ত্র করে শরীরের উত্তেজনা বাড়িয়ে তুলেছিলাম...
কিন্তু ভালোবাসা খুঁজে পাইনি।

সেদিন ও আবছা আলোয় তোমার উলঙ্গ দেহটা দেখার নেশা টা ছিল..
কিন্তু ভালোবাসা ছিল না।

তোমার নরম মাংসপিণ্ডে শিকারির মতো থাবা মারলাম...
কিন্তু ভালোবাসা হাত এ ধরা পড়ল না।

সেদিন তোমার উচ্চস্বরে ওই গোঙানিতে আমি অনেক ঘাম ঝরালাম...
কিন্তু ভালোবাসা পাইনি...

আমি কি সত্যিই ভালোবাসা খুঁজে পাচ্ছিনা???
কিন্তু কেন??

আসলে কয়েকটা নখের দাগ...

তোমার সারা শরীরে অজস্র নখের দাগ...
তুমি হয়তো ভাবতে পারো কই কোনো দাগ তো ছিলনা...
নাঃ... এ দাগ দেখতে পাওয়া যাবে না...
এ দাগ বিশ্বাস এর ওই নরম মাটিটাই দাগ কেটে গেছে... তিলে তিলে গড়ে তোলা নরম
একটা মাটির ঢেলা... সেটাতে দাগ এ ভরে গেছে...

হ্যাঁ.... ঠিক ধরেছো...
বিশ্বাস ভেঙেছে...
এ বিশ্বাস আর ফেরত পাওয়ার নয়...
ফিরে পেতে গেলে অপেক্ষা করতে হবে একটা জন্ম...
যদি আবার তোমাকে পাই আমার পরের জন্মে নিশ্চই ফিরে পাবো বিশ্বাসের নরম সেই
মাটিটা...
আর তাতেই খোদাই করা থাকবে আমাদের ভালোবাসা....

======================

Jeet Kr. Mallick
Kolkata

No comments:

Post a Comment