এল দীপাবলি
পারমিতা বসাক
দীপাবলির আলোয় মুছুক
আধার রাতের কালো,
মন্দ কে সব হারিয়ে দিয়ে
জেগে উঠুক ভালো।
দিকে দিকে ছড়িয়ে পড়ুক
উৎসবেরই গান,
আনন্দেতে মাতি সবাই
ভোরে হৃদয় প্রাণ।
বাঁচি আবার নতুন করে
সুখের অভিপ্রায়ে,
জীবন যেন নতুন করে
বাঁচার দিশা পায়।
আলোয় আলোয় নিশির কালো
আজকে হলো ম্লান,
আধার কেটে আবার হলো
প্রভাতের অভ্যুত্থান।
*********************
Paramita Basak
65,Ramgarh,Narasingha Avenue,
Dumdum,
Kolkata-700074
Mob: 07439639161
E-Mail Id: bsk.paramita@gmail.com

Comments
Post a Comment