কবিতা ।। সম্প্রীতি সেতু ।। রতন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, November 18, 2020

কবিতা ।। সম্প্রীতি সেতু ।। রতন নস্কর



সম্প্রীতি সেতু

রতন   নস্কর

উৎসব আনে আলোরাঙা ভোর
মানুষের মুখে  হাসি
হিজলের শাখে মায়া রোদ নাচে
লাল ফুল রাশি রাশি ।

ভোরের বাতাস গায়ে মেখে নদী
কুলু কুলু রবে ছোটে
জোয়ারের জলে  শিশিরের ঘ্রাণ
খিল খিল হাসি ঠোঁটে ।

উৎসব ঘিরে মাঠে বসে  মেলা
মানুষের  ঢল নামে
আলো  রোশনাই  ভাব বিনিময়
বিকিকিনি  দরদামে ।

কামরাঙা মেঘে  রামধনু  চিঠি
ছেলেবেলা মনে পড়ে
মাটির পুতুল বেচে সোনা  দাদু
বাঁচার জন্য লড়ে  ।

ভেঙে যায় বেড়া জাতপাত ভেদ
মহা মিলনের মেলা
সাড়া  পড়ে  যায়, যাত্রা   নাটক
বসে সার্কাস খেলা ।

প্রিয় পরিজন  আসে  ঘরে ঘরে
আনন্দে  মেতে  ওঠা ।
উৎসব  গড়ে   সম্প্রীতি   সেতু
কুসুমের  মতো  ফোটা ।

মানুষে মানুষে  ভাব  ভালোবাসা
আনে  একমুঠো  সুখ
মনের  ডানায়  জল ছবি আঁকে
বাংলা  মায়ের   মুখ ।

************************

রতন  নস্কর
গ্রাম +পোস্ট : সরিষা  (বোস পাড়া )
থানা :ডায়মন্ড হারবার
জেলা :দঃ ২৪পরগনা
সূচক :৭৪৩৩৬৮
ফোন নম্বর :৭০০১১৬৩৯৭০
**************************





No comments:

Post a Comment