কাব্যকথা : উদয় সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, April 14, 2020

কাব্যকথা : উদয় সাহা










পরবর্তী সংবাদ  


বসন্ত কি ফেসবুকীয়?  বসন্ত কি নিজস্বীতে মোড়া?  বসন্ত কি মিডিয়াতল্লাশি? বসন্ত কি শিরোনামে থাকা?  এই সব প্রশ্নের সমাহারে একটা লম্বা সরলরেখা টেনে দিই৷ আমাদের তো মনখারাপ হবার কথা ছিল না৷ পায়ের নীচে সরষে ফুল আর মাথার উপর চৈত্রের চাঁদ নিয়ে হেঁটে যেতাম স্টেশনের দিকে। হাতের তালুতে উষ্ণ ঘাম৷ এলোমেলো পথে ঠিক খুঁজে নিতাম প্রিয় বেঞ্চটা। আমাদের চশমার ভেতর হারিয়ে যাচ্ছে সন্ধেবেলা। অথচ মনের সুড়ঙ্গপথে ভালবাসা দিনে দিনে ইমারত গড়ছে। দিনগুলো কেমন প্যাঁচানো সিড়ির মতো হয়ে উঠেছে। অথচ  নিরাপদ উপশম খুঁজে পেতে আমি বাতাসের কানে গুঁজে দিই বকুলকথা আর প্রথম প্রেমের স্মৃতি। আর তোমার কথা ভাবতে ভাবতে সমস্ত বায়বীয় অভিশাপে নেমে আসে উজ্জ্বল আলো। ইদানিং পুরনো চিঠি খুলিনা। পুরনো চিঠি ব্লেডের মত আততায়ী ; ধারালো।  


ইদানিং খুব ইচ্ছে করে যাবতীয় ঘনিষ্ঠতার জলবিন্দুগুলোতে আলতো করে আঙুল ছুঁয়ে দিতে। আমাদের ছাদ থেকে ওই সাঁকো। সাঁকো পেরোলেই দিগন্তরেখা। সবুজ টিয়াপাখিদের সাথে কথা বলি৷ দূরে সুপারিগাছ। বনটিয়াদের ডানা ঝাপটানো। মনে মনে ভাবি দূরত্ব মানেই অপেক্ষা আর অপেক্ষার শেষে একটা নতুন সুপ্রভাত। শীতের সাঁকো পেরিয়ে তুমি স্পর্শ দেবে। তুলো হয়ে যাবে ভিড়, মানুষ, বিষয়, অবসাদ। আমরা নতুন ভাষায় শিখে নেব ভালো থাকার চৌষট্টি মন্ত্র।                



উদয় সাহা