কবিতা -- সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা -- সাইফুল ইসলাম



তুমি আসবে বলে



ঘুমিয়ে পড়া রাতের সূর্য
             এখনও ঘুম ভাঙেনি,
তুমি আসবে বলেই সে
             ঘুম হতে জাগেনি।
রাত জাগা ঐ রাতের তারা
             ঢুলুঢুলু চোখে,
ঘুমিয়ে পড়বে দিনের মত
             তোমার আসা দেখে।
মায়ের কোলে ছোট্ট শিশু
              ঘুমিয়ে এখন পড়েনি,-
তুমি আসবে বলেই ধেনু
               দুগ্ধ পান করেনি।
বসন্তের কোকিল পাখী
               বনেই লুকিয়ে আছে,
বেরিয়ে এসে বন মাতাবে
                তুমি এলে কাছে।
প্রহর গুণে বাবুই পাখী
                বাসা বোনার আশায়,
তুমি এলে কাঠঠোকরা
                ফিরবে নিজের বাসায়।
ভাবুক কবি ভাবছে বসে
                 কাগজ কলম হাতে,
তোমায় এবার আসতেই হবে
                 শিশির ধোয়া প্রাতে।  
 ---------------------------------