কবিতা ।। প্রতীক মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, November 18, 2019

কবিতা ।। প্রতীক মাইতি

 

 

 

 

 

 

উর্মিমালা

----------------------

মেয়েটি ঈশ্বরীর মতো।
অনায়াসে গড়ে দিচ্ছে পাঁচমহলা বাড়ী, গন্ধবাগিচা, মনিহারী
অনায়াসে মেখে নিচ্ছে কালিমার দাগ, গোলাপী আবির, মেহগনি রাগ
মেয়েটি রূপকথার মতো।
মেয়েটি দূরদর্শিনী।
অনায়াসে পড়ে নিচ্ছে মুখবন্ধ খাম, নির্বাক কথকতা, পরিযায়ী গাথা 
অনায়েসে পাড়ি দিচ্ছে সমুদ্রশোক, অযাচিত সম্ভোগ, মোমগলা ব্যাথা
মেয়েটি দুর্গতিনাশিনী।
অথচ মেয়েটি অবশেষে মেয়েই
তার নিতম্ব মানে যৌনপ্রতীক
তার স্তনদ্বয় নোংরা গসিপ
মেয়েরা অবশেষে যৌনদাসী
মেয়েটি, মেয়েরাই তবু বাঁচাবে জন্ম অভ্যুদয়
পারবে তো বাঁচাতে নিজেকে উলঙ্গ সভ্যতা? উলঙ্গ সময়? 

=====================



প্রতীক মাইতি 
পুনে , মহারাষ্ট্র 
8411000668