কাব্যগ্রন্থ - কূলহীনা তরী কবি - সুব্রত মণ্ডল।। আলোচকঃ সুজন ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, June 16, 2018

কাব্যগ্রন্থ - কূলহীনা তরী কবি - সুব্রত মণ্ডল।। আলোচকঃ সুজন ভট্টাচার্য













কাব্যগ্রন্থ - কূলহীনা তরী
কবি - সুব্রত মণ্ডল
প্রকাশক - অসময়
মূল্য-৮০ টাকা










জেগে থাকুক শব্দের অঞ্জলি

সুজন ভট্টাচার্য



তরীর আসল বিহার জলের সঙ্গমে। কূল তার ক্ষণিক বিশ্রাম। তরী কূল থেকে
বিপরীত কূলে যায় প্রয়োজনের তাগিদে; তার অস্তিত্বের তাৎপর্য কিন্তু দুই
কূলের মাঝখানের জলধারায়। সেখানেই তার স্বচ্ছন্দ বিহার, সেখানেই তার
মুক্তি। তরুণ কবি সুব্রত মণ্ডলের কবিতাও সেই তাগিদহীন স্বচ্ছন্দ প্রকাশের
অনুসারী। বড় সহজে তাই তিনি বলেন -
"নরম রৌদ্র সবেমাত্র ডানা মেলেছে
ইচ্ছেগুলোর পেটে এখনও লেগে
রাতের অ্যালজোলাম" (আপডেট -২)।

সুব্রত চারপাশের তীব্রতা আর মুখোশের চাকচিক্যে আহত হন। আর নিজেকে সামনে
রেখেই তিনি বিদ্রূপ করেন -
"আর আমি পান্তাভাতকে বিরিয়ানি বলি;
বিড়িকে সিগারেট;
এক টাকাকে একশত টাকা,
ধীরে ধীরে মিথ্যার সাম্রাজ্যে আমি হয়ে উঠি উলঙ্গ রাজা।" (এখনও বদলাইনি)।
মনের ভিতরের জলে অজস্র ছবি থাকে - নিত্যদিনের গ্লানি অথবা হতাশা। সময়
দৌড়ে যায়, আশপাশ বদলে যায়। আর সুব্রত অনুভব করেন -
"ট্রামলাইনটা আজো একলা ভিজে
অন্ধকারে অভিমানে,
ও মনের যত পুরোনো হিসেব বা বোঝে ক'জনে!" (কৈফিয়ত)

কূলহীনা তরী সিরিজের দশটি কবিতা স্থান পেয়েছে সংকলনে। কেবল ব্যর্থ
প্রেমের হাহাকার নয়, সিরিজের কবিতাগুলোয় উঠে এসেছে কবির সামগ্রিক
জীবনবোধ। এক তীক্ষ্ণ ভালবাসার পথচলা শেষে তাই তিনি বলেন -
"রাত্রির ব্যর্থতার গন্ধ ডানায় নিয়ে
দিনের শেষে পাখিরা ফিরে যায় -" (১০)।
পাখিরা বাসায় ফেরে আবার নতুন ভোরের বন্দনা করবে বলে। সুব্রতও জেগে থাকুক
শব্দের অঞ্জলি নিয়ে।

কাব্যগ্রন্থ - কূলহীনা তরী
কবি - সুব্রত মণ্ডল
প্রকাশক - অসময়
মূল্য-৮০ টাকা

No comments:

Post a Comment