ছড়া : সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, February 21, 2020

ছড়া : সুমন নস্কর




মার শেখানো মাতৃভাষা



মার শেখানো মাতৃভাষা সর্বদা প্রাণ মাঝে,
ছড়ায় গানে ছন্দ তালে আপন সুরে বাজে।
মাতৃভাষায় আবেগ জাগে রক্ত নাড়ির টানে,
আদর স্নেহ ভালবাসায় খুশির ধারা আনে।
মার শেখানো মাতৃভাষায় আদর স্নেহ মাখা,
মাতৃভাষায় শিশুর মনে সব কিছু হয় আঁকা।
মাতৃভাষার বর্ণমালায় স্বপ্নগুলো ঘেরা,
সবার কাছে মাতৃভাষা অন্য ভাষার সেরা।
মার শেখানো মাতৃভাষায় কান্না এবং হাসি,
মাতৃভাষা প্রাণের ভাষা তাইতো ভালবাসি।
তোমার প্রিয় মাতৃভাষা থাকুক তোমার প্রাণে,
আমার প্রাণের মাতৃভাষা জাগুক আমার গানে।