বসন্তের রঙ অমিত পাল আজ আকাশে খুশির হাওয়ার নাচ রঙ ছড়িয়ে দিল হঠাৎ কে যে! শিমূল পলাশ ভরিয়েছে সব গাছ চারপাশ আজ উঠল কেন সেজে! রঙ কি শুধু গাছের পাতায় পাতায় সেই রঙে কি হয়নি রঙিন মন? ঢুকছে না তো কিছুই আমার মাথায় গুনগুনে গান গাইছি সারাক্ষণ! এ কোন খেলা চলছে চারিদিকে ককিল ডাকে কুহু কুহু সুর অন্যরকম লাগছে পৃথিবীকে রঙ ছড়িয়ে দিচ্ছে যে রোদ্দুর। আর কিছু নয় ফাগুন সারা বেলা বসন্ত তার ডালি উজাড় ক'রে খেলছে বসে রঙিন করার খেলা আমরাও তাই নিলাম হৃদয় ভরে। ____________________________________________________ পরিচিতিঃ নামঃ অমিত পাল পেশাঃ শিক্ষকতা ঠিকানাঃ C/o ANIL KUMAR PAL (NEAR GAYALAL BOYS SCHOOL) P.O: DEBINAGAR, RAIGANJ DIST : UTTAR DINAJPUR WEST BENGAL, INDIA PIN : 733123 মোবাইল নংঃ 0919475105375 / 0917001086182 ইমেলঃ amitpal0809@gmail.com ____________________________________________________ লেখা প্রকাশিত হয়েছেঃ আ...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।