কিশোর
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
সকল মানুষ সুখে ছিলো যখন ছিলো কিশোর,
গুলতি,লাটিম, মার্বেল খেলে ডুবে যেতো ঊষোর।
গাছে গাছে পাখির বাসা খুজে গেরাম ঘুরে,
আনতাম পেরে পাখির ছানা হাত দু'টি মোর ভরে।
বিকেল বেলা অনেক কিশোর ফুটবল সাথে নিয়ে,
খেলছি কত সময় ধরে ধানের ভূয়ে গিয়ে।
শুক্রবারে ছবি দেখে হইছি স্বপ্নে নায়ক,
গুনগুন করে গান গেয়ে ভাই হইছি আবার গায়ক।
শীতের দিনে ওয়াজ শুনে হইছি কভূ হুজুর,
তীব্র শীতে নামাজ পড়তে রাখতাম ধরে অযুর।
কত কিছুই মনে হচ্ছে ধরায় বুড়ো নিশোর,
সবচে ভালো সময় ছিলো সবার আপণ কিশোর।।
====================
মুহাম্মদ আলম জাহাঙ্গীর
গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।

Comments
Post a Comment