মায়ের স্মরণে কবিতা ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, April 14, 2023

মায়ের স্মরণে কবিতা ।। রণেশ রায়

মা আমার হারায়

রণেশ রায় 



আজ এ নির্জন সন্ধ্যায় 

আমি বসে নিরালায়

চাঁদের সোহাগে রাতের জ্যোৎস্নায়;

স্মৃতি পাশে এসে বসে 

মা আমার স্মৃতির যাত্রা রথে 

নেমে আসে আকাশ পথে,

আমি ফিরি শৈশবের সে ভেলায়

মায়ের সঙ্গে গল্প তামাশায় 

দুজনের আলাপ চারিতায়

ফিরে যাই সেদিনের ফুলের গালিচায়

ফিরে পাই মাকে ছড়ায় কবিতায় 

মা উপস্থিত গানের মূর্ছনায়, 

বিরহ বিধুর আজের এ সন্ধ্যায় 

মধুরতম এ মিলন মেলায় 

মায়ের সঙ্গে আমি শৈশবের মেলায়।

হঠাৎ রাত গভীরে স্মৃতি ফিরে যায় 

মাও যে কোথায় হারায়?

আমি বসে থাকি একেলা অন্ধকারে

আমার স্বপনে আঁধার ঘনায়

আমি খুঁজে ফিরি মাকে 

মা আমার কোথায় মেলায় !




No comments:

Post a Comment