সহাবস্থান
রাত্রি গভীর, শান্ত হয়েছে শহর
নিজের কাছে প্রশ্ন নিয়ে বসি,
কত অঙ্কের আজও মেলেনি হিসেব
ভাঙাচোরা শব্দে তবু পাশাপাশি।
হারিয়েছে যা কিছু নিজের নিয়মেই
ফিরে পাওয়া সহজ কথা তো নয়
যেটুকু আমার, এভাবেই আমাকে
সসম্মানে বুঝিয়ে দিয়েছে সময়।
জীবন তো যুদ্ধ, হারজিত নিয়মই
এমন প্রশ্রয় নিজের কাছে খুঁজি
পালিয়ে যাওয়ার পথ চিরকাল সোজা
বেঁচে থাকা মানে নতুন কিছু বুঝি।।
===০০===
শ্রীকনা সরকার
কাঁচড়াপাড়া, উত্তর ২৪ পরগণা
Comments
Post a Comment