স্বপ্ন
একটা স্বপ্ন গোধূলি মুখে
ঘরে ফেরার গান
মন চুয়ান ছটফটানি
তৃষ্ণা কাতর প্রাণ
একটা স্বপ্ন আকাশগঙ্গা
হাজার তারার ভিড়ে
খুঁজে পাওয়া সুখের আগুন
স্বপ্নজালের সুরে
একটা স্বপ্ন রাতজাগা ভোর
উপচে পরা প্রেম
শরীর জুড়ে গল্প লেখা
রাই এর পরশ হেম
একটা স্বপ্ন নকশীকাঁথায়
ঝড়া প্রাণের কথা
পাথর বুকে জমে থাকা
কাশের পেলবতা
হাজার স্বপ্ন ঘিরে আমার
ইচ্ছে তোমায় পাওয়া
হৃদয় নদী পাহাড় প্রেমের
গহীন বনের হাওয়া।
****************
সন্দীপ ভট্টাচার্য
মুম্বাই, মহারাষ্ট্র।
Comments
Post a Comment