ইচ্ছেগুলো
ইচ্ছেগুলো পাহাড় হয়ে জমতে থাকে
আনাচে কানাচে....
কখনো বুদবুদ হয়ে মিলিয়ে যায়
মন -শূন্যতায়....
আমি পা টিপে টিপে পার হতে চাই
দালান কোঠা
অথচ ঘুরে ঘুরে ফিরে এসে আটকাই
খোলা জানলায়
ভাবি স্বপ্নের ডানায় ভর দিয়ে নিয়ে
আসবো লাল টুকটুকে ভোর
কিন্তু রহস্যের গোলকধাঁধায় খুঁজে
ফিরি ওড়ার আকাশটা
চারদেয়ালের কুঠুরীতে ডানা ঝাপটাই
চোখ রাখি লক্ষ্যভেদে
হয়তো একদিন ফিনিক্স পাখির মতো ঠিক
ছুঁয়ে দেব ইচ্ছের সীমান্তে।

Comments
Post a Comment