সুযোগ রেখে প্রাণজি বসাক ভাবনার পরত গাঢ় হতে না হতেই চেতনায় ধ্বনি ওঠে Next station is Dashrathpuri উঠে দাঁড়াই সাবধান হই… যদিও সুরঙ্গ পথে কোনো বেগতিক হাওয়া নেই মসৃণ হাতল ধরে দাঁড়িয়ে থাকা তন্বী মেয়েটি সম্ভবতঃ একবিংশ শতাব্দীর প্রথম স্তবকের এবং হয়ত প্রবাসী হালকা ভিড়সহ নেমে পড়ি যথার্থ নমনীয় ভাষায় বলি মাটির কথা ঘ্রাণের কথা অ আ ক খ বঙ্গভাষার কথা চলন্ত সিঁড়িতে পা রাখি আর ভাবি গন্তব্যের উপহাস - রাস্তায় টোটোগুলো যেন বাংলা কবিতার ঠাসা পংক্তি মানুষের সাথে সুযোগ রেখে রাজমন্দির পেরিয়ে যায় ******************* Pran G Basak New Delhi - 110045
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।