জেদ বিবেকানন্দ নস্কর ১ বালুচরে পাতা ফাঁদ বৈধব্য কপালে এঁকে দিল কে প্লাবণ সময় , ঢেউ ভাঙে ঢেউয়ের ফেনায় গরলের দাগ সহবাস হাতছানি দিয়ে ডাকে। ২ এবার ন্যাকামো রাখো সতীত্ব ঝলসে যায় শরীরী ছোঁয়ায় পুরুষের আঙুলে বারুদের ঘ্রাণ কত রাত নিজের সাথে যুদ্ধরতা অভিসারে বেরিয়ে পড়ার অদম্য আগুন। ৩ বেশ তবে আঁচলে বাঁধো বসন্ত রেণু অতীতকে মুছে দেওয়ার শপথ অলীক আলোয় সমুদ্রের টান পাথরে এঁকে রাখো নষ্টার মুখ সব সুখ বন্দী আছে জীর্ণ খাঁচায় । =================
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।