লকডাউন ৮ যেহেতু গরমকাল আগুনের পাশে বসে সেঁকে নেবো তাপ তার তো উপায় নেই কোনো এখন রুদ্রবীণার তার এমনই অশান্ত হয়ে আছে আঙুলের ছোঁওয়ার আর, প্রয়োজন নেই এমনিই বেজে চলে ঝনঝন করে শীতকাল হলে তাপ নিতে নিতে কিছুটা সময় কেটে যেত সরীসৃপ রক্তের ভেতরে জেগে উঠতো বিপুল প্রণয় আর সঞ্চালন কথা এখন তো দেহ এমনই গরম হয়ে আছে মানুষের কাছে যেতে ভয় হয় এখন নিঃশ্বাসে শুধু বিষের প্রণয় কীজানি ভেতরে যদি গোপন লুকিয়ে তার বীজ কাছে গেলে যদি গলে যায় নারীটির ঠোঁট? নিঃশ্বাসের বিষবাষ্প জমে ওঠে সন্তানের মুখে? আপাতত স্তব্ধ আছি জটিল কুটিল এক মারণ অসুখে ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ লকডাউন ৯ লঝঝড় চেয়ারে বসে নিজেকে দোলাতে চাইছি খুব অথচ দুলছে না কিছুই, না শরীর না মনের পরাগ দোতারা দুলবে কীভাবে! ছন্দ হারিয়ে ছেঁড়া ঠোঙা হয়ে আছি স্টীল...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।