ত‍‌‌‍‌‌‌রুণ কুমার মাঝির কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

ত‍‌‌‍‌‌‌রুণ কুমার মাঝির কবিতা

শিক্ষা ও শিক্ষক


শিক্ষক মানে জ্ঞানের আলো,আদর্শ একনাম।
বাসবে ভালো আপন করে-সন্তান সমান।।
শিক্ষা দানে ব্রতী হবে, পাবে সম্মান।।
মানুষ গড়ার কারিগর, মানুষ কর তুমি,
সেই মানুষ আগামী দিনের ভবিষ্যতের সুনাগরিক।।
তোমার শিক্ষা, তোমার আদর্শ হোক প্রবাহিত।।
তোমার শিক্ষা, আচার, আচরণ, চলা ,বলা ,শিষ্টাচার বিচ্ছুরিত হোক.................
তোমার ছাত্রকূলে।।
অঞ্জানতার অন্ধকার দূর
করে -জ্বালাও জ্ঞানের আলো।।
সমাজেরঅন্যায়ের ,অবিচারের বিরুদ্ধে তুমি তো-
প্রতিবাদী মুখ।।
তোমাকে অনুসরন করে আসবে-অসংখ‍্য মুখ।

তাই সমস্ত শিক্ষক কুল কে জানাই- আমার প্রনাম,
শ্রদ্ধা, ভক্তিও ভালোবাসা।



ত‍‌‌‍‌‌‌রুণ কুমার মাঝি। মগরাহাট, দক্ষিণ ২৪ পরগনা।

No comments:

Post a Comment