পুনর্জন্ম শংকর ব্রহ্ম "কল্পিত স্বর্গে কল্পিত সুখ আছে কিনা জানা নেই, জানবার উপায়ও নেই। তাই, প্রত্যক্ষ সুখ ছেড়ে,বিকল্প সুখের সন্ধানে দু'হাত তুলে ছোটা-এক রকম অসুখেরই লক্ষণ।" - রুদ্রনাথ। মৃত্যু একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া যা সকল প্রাণীর জন্য অবধারিত। মৃত্যু একটি জটিল প্রক্রিয়া, যার অনেক দিক রয়েছে। এছাড়া মৃত্যুর আর কোনও ব্যাখ্যা হয় বলে মনেহয় না। যে যাই বলুক সবই তাদের অর্জিত ধারণার ফলশ্রুতি মাত্র তার বেশি কিছু নয়। ইনি বলেছেন,তিনি বলেছেন বলে, তার কথাগুলোই যে চিরসত্য, সে'রকম ভাবার কোনও কারণ নেই। জীবিত কেউই মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারে না। তারা, যা বলে তা তার উর্বর মস্তিস্কের কল্পনা কিংবা জীবনের অর্জিত ধারণার জ্ঞান মাত্র। আর কিছু দিন অপেক্ষা করুন, আমি নিজে তার স্বাদ গ্রহণ করে আসি, তারপর আপনাদের কাছে আসল সত্যটা তুলে ধরব। এই কথাটা আমার ম...
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।