বই আলোচনা ।। বই: আঠারোভাটির ইতিকথা (প্রথম খণ্ড, আবাদ পর্ব), লেখক: ড. স্বপনকুমার মণ্ডল ।। আলোচক: অরবিন্দ পুরকাইত
বই আলোচনা যোগ্য হাতে সুন্দরবনের উজ্জ্বল ইতিকথা অরবিন্দ পুরকাই ত সুন্দরবন গবেষণার অন্যতম উজ্জ্বল ব্যতিক্রমী গ্রন্থ আঠারোভাটির ইতিকথা । 'আবাদ পর্ব' হিসাবে বইটির এটি প্রথম খণ্ড। পর্বে পর্বে উঠে আসার কথা সমগ্র সুন্দরবন তার সামগ্রিক রূপে। লেখক ড. স্বপনকুমার মণ্ডল সুন্দরবনেরই ভূমিপুত্র। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোসাবা থানার শান্তিগাছি গ্রাম তাঁর জন্মস্থান। কর্মসূত্রে দীর্ঘদিন হুগলি, বর্ধমান ও কলকাতায় বসবাস তাঁর। কর্মসূত্রেই হোক বা সুচারুরূপে জীবনযাপনের নিমিত্ত, অনেক দিক দিয়ে সুযোগসুবিধাবঞ্চিত গ্রাম থেকে অনেক ভুমিপুত্রকন্যাকেই নাগরিক জীবন গ্রহণ করতে হয়, কিন্তু উন্মুক্ত প্রকৃতির কোলে প্রকৃতিরই সন্তানের মতো নির্ভার অন্তত কেবল শৈশব-কৈশোর-কাটানো মানুষের পক্ষে জন্মভূমির টানও সারাজীবনই যাবার নয়। জন্মভূমির প্রতি টান দায়বদ্ধ করেছে তাঁকে আপন গবেষণার বিষয় হিসাবে বেছে নিতে নিজের ধাত্রী একাধারে সহজ সুন্দর রহস্যঘেরা সুন্দরবনকে। জন্মভূমির সঙ্গে যোগাযোগও রয়েছে তাঁর নিয়মিত, জড়িয়ে রয়েছেন সেখানকার উন্নয়নমূলক বিবিধ কাজকর্মে, উদ্যোগে। নিজেরই চেনা জগৎ, ভালবাসার ভূমি, সহজপ্রাপ...