লিপি ঘোষ হালদার - কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 16, 2019

লিপি ঘোষ হালদার - কবিতা

             

 

  ।। এসেছে আষাঢ় ।।



এসেছে আষাঢ়,ছেয়েছে আকাশ,ঘন কালো মেঘে--
আকাশে বাতাসে বার্তা খুশির, দোলা বৃক্ষশাখে।
শুষ্ক জমি  সিক্ত হবে, বইছে  বাদল হাওয়া,
উঠবে জেগে সবুজ পাতা,পেয়ে জলের ছোঁয়া।
গরীব কৃষাণ বোনে বীজ, আশায় বাঁধে বুক,
ধরণীর পরে শস্যশ্যামলা আনবে সবুজ সুখ।
তরুশাখা পাবে প্রাণ   জল-মাটি-কাদায়,
জন্ম নেবে নতুন গাছ শীতল বারিধারায়।
আষাঢ় আসে,হাসে সবুজ,ঝর্ ঝর্ ঝর্ জল,
খুশির ধারায়  নাচে পাতা, উচ্ছল ছল ছল্।
এসেছে আষাঢ়,জলের ধারায়,বাজে নুপুরধ্বনি,
কল্ কল্ কল্ নদী স্রোতের  আনন্দ গান শুনি।
জলের বুকে হংসপাখা  খুশির মাতন তোলে,
আষাঢ়ধারায় গাছেরা ঐ  ভিজবে দলে দলে।
এই আষাঢ়েই রথযাত্রা  বসবে রথের মেলা,
এই মেলাতে পাবে খুঁজে জীবন্ত গাছপালা।
এসেছে আষাঢ়,এসো লাগাই,ছোট্ট গাছের চারা,
এই তো সুযোগ- সবাই মিলে গড়ি সবুজ ধরা।।
                         ----------

লিপি ঘোষ হালদার 
৫/১/ডি বীর অনন্তরাম মন্ডল লেন,
কলকাতা- ৫০





Sent from my Samsung Galaxy smartphone.