কবিতা: লিপি ঘোষ হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 17, 2019

কবিতা: লিপি ঘোষ হালদার




       ।। এসেছে শ্রাবণ।।


               
আকাশের রঙ পড়েছে ঢাকা,মেঘের ঘনঘটা;
আনমনা মন, দূর সুদূরে, স্মৃতির ঘনঘটা।
মন ভারী ব্যাথা ভারে  শ্রাবণ মেঘের সাথী,
কালোয় কালোয় ছেয়েছে গগন,জাগে কত স্মৃতি।
 ঝর্ ঝর্ ঝর্ বৃষ্টি হয়ে  ঝরবে মনের কথা,
 শ্রাবণধারায় যাবে ধুয়ে, মনের গোপন ব্যাথা।
রিম ঝিম্ ঝিম্ সুর হয়ে ঝরবে সুখের কথা।
খুশির ধারায় পড়বে ঝরে,গগনতলে যেথা সেথা।
বৃক্ষশাখা,পুষ্পরাজি  হবে  শীতল ধারায় সিক্ত,
ধরার মাঝে অঝোরধারে,হবে মনের কথা ব্যক্ত।
বারিধারা শেষে নরম মাটি,সবুজ গাছের পাতা,
ফোঁটায় ফোঁটায় টুপ টাপ্,অবুঝ মনের কিছু কথা।
আকাশ ভ্রমণ শেষ করে মন,জলধারায় ফিরবে ঘরে,
ভাববে কবে আসবে শ্রাবণ,ভাসাবে সব, পড়বে ঝরে।
               ------------

লিপি ঘোষ হালদার 
শ্রী অ্যাপার্টমেন্ট্,
৫/১/ডি  বীর অনন্তরাম মন্ডল লেন্,
কলকাতা- ৫০
মো-৯১২৩৮৪৩৭২২