কবিতা: পলাশ প্রধান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 17, 2019

কবিতা: পলাশ প্রধান



চলো পাল্টাই


শুনেছো বন্ধু কী বলছে খবর
আর মাত্র সময় দশটা বছর
নিঃশেষ হবে ভূগর্ভের জল তারপর।

দেখো বন্ধু চেয়ে ফুটি ফাটা রুক্ষ জমি
সূর্যের প্রখরতায় জ্বলছে গোটা বিশ্বভূমি।

শ্বাসকষ্টে ধুঁকছে জীবন
দূষিত আজ বিশুদ্ধ বায়ু
ওই দেখো আসছে ধ্বংস
কমে যাচ্ছে সৃষ্টির আয়ু।

চলো বন্ধু পাল্টে ফেলি
এই ভয়াবহ পরিস্থিতি
গাছ লাগিয়ে বৃষ্টি আনবো
বাড়াবো সবুজ প্রেমের প্রীতি।

এসি রুমে বসে ভাবছো এই তো বেশ
কই সমস্যা নেই তো কোনো
তবে তোমাকে বলছি বন্ধু
তুমি একটা আস্ত বোকা মূর্খ জেনো।

মূর্খ রাজনীতি আর ভণ্ডামি
নিপাত যাক, লাথি মেরে করো দূর
পথের দুপাশে গাছ লাগিয়ে মিছিল হোক
তবে ফিরবে জীবন বাঁচার সুর।

*************************

পলাশ প্রধান
ডি কাশিমপুর, ঈশ্বরপুর
চন্ডীপুর,  পূর্ব মেদিনীপুর